Welcome to Bikroypur Online Shopping Store!
Jan 10, 2024 / By Md Rajibul Islam / in Ecommerce , Garden Tools Bangladesh , Garden Tool Price BD
বিশ্বের প্রথম অ্যাভিল প্রুনারগুলি 1923 সালে জার্মানির কিয়েলে ওয়ালথার শ্রোডার দ্বারা বিকশিত এবং উৎপাদিত হয়েছিল। ছাঁটাইকারীদের পণ্যের নাম "অরিজিনাল LÖWE" দেওয়া হয়েছিল এবং 1925 সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে বিতরণ করা হয়েছিল।
প্রুনিং শেয়ার ব্যবহারে খুব সহজে এবং নিঁখুত ভাবে ডালছাটাই করা যায়। প্রুনিং শেয়ার অনেক ধারালো হয়।
প্রুনার বা ডাল ছাটাই যন্ত্র বাগানিদের খুবই প্রয়োজনীয়। প্রুনার কয়েক আকৃতির হয়। বড়, মাঝারি, ছোট। পর্যায়ক্রমে বড়, ছোট ডাল ছাটাইয়ের জন্য ব্যবহৃত হয়। ডাল ছাটায়ের জন্য ছুরি বা কাঁচি ব্যবহার করলে সেটি মসৃণ হয় না। অনেক সময় গাছের ডাল কাটতে গিয়ে গাছের মূল অংশ নষ্ট হওয়ার আশংকা থাকে। কিন্তু প্রুনার দিয়ে কাটলে এসব ঝামেলায় পড়তে হয় না কিছুকিছু গাছ নিয়মিত প্রুনিং করতে হয়। এসব গাছের জন্য বাগানিদের অবশ্যই একটি প্রুনার প্রয়োজন।
এছাড়াও বাস্তাব অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের ধারণকৃত ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওটি দেখতে ক্লিক করুন ।
আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে চলে যেতে পারেন ওয়েবসাইটে বা রাইট সপ ফেসবুক পেজে । এছাড়াও সরাসরি কল করতে পারেন- WhatsApp / imo : 01894439731।
Tags: Pruning Shares Pruning Share Price In BD প্রুনার ডাল ছাটাই যন্ত্র Garden tools Garden tools bd Garden tool rite shop
Feb 01, 2024 by Md Rajibul Islam
Jan 29, 2024 by Md Rajibul Islam